Celebration of achievements, unity, and progress through joyous events, uplifting spirits and bringing a sense of community.

Diwali
Every year, we celebrate Diwali, the festival of lights, with a vibrant cultural program. Journalists from across Madhya Pradesh join us, adding to the festive spirit.

Holi
Holi, the festival of colors, is a joyous occasion for our members, volunteers, and invited guests. Together, we celebrate with colors, creating a lively and memorable atmosphere.

Foundation Day
April 20th, marking our organization’s inception, is celebrated with pride and emotion. We hold an appreciation event to honor our dedicated members and express gratitude to our supporters and volunteers for their contributions.

World Press Freedom Day
On May 3rd, World Press Freedom Day, we commemorate the crucial role of a free press. Programs are organized to emphasize the importance of press freedom and to advocate for government support of this fundamental right.
Empowering Voices, Shaping Democracies
SAFE + EASY DONATIONS
Madhya Pradesh Press Club
The Madhya Pradesh Press Club is a non-government, neutral organization dedicated to the welfare and support of journalists and media professionals. Recognizing media as the fourth pillar of democracy, we have spent over two decades working tirelessly to uplift and empower the journalism community, whose role is vital in shaping public opinion and fostering informed decision-making.
Our organization offers specialized programs to enhance journalists’ skills, knowledge, and adaptability, providing comprehensive training on emerging technologies, industry insights, and field-specific expertise.
YEARS OF
FOUNDATION
MONTHLY
DONORS
INCREDIBLE
VOLUNTEERS
SUCCESSFUL
CAMPAINS
✍️ ড. নবীন আনন্দ জোশী
নবরাত্রি কেবল নয় দিনের উৎসব নয়, বরং নয়টি শক্তির উপাসনা এবং জীবনে তাদের প্রত্যক্ষ উপলব্ধির এক দিবার সুযোগ। আমরা যখন মা দুর্গার নয়টি রূপের আরাধনা করি, তখন আসলে আমরা জীবনের সেই নয়টি পবিত্র নারী-সম্পর্ককে বন্দনা করি, যাঁরা সংসারের আসল অক্ষ।
এই সম্পর্কগুলো কেবল সামাজিক বন্ধন নয়, এগুলো হলো সন্তানের প্রতিপালন, সংস্কার গঠন এবং ব্যক্তিত্ব বিকাশের অদৃশ্য অথচ বিশাল শক্তি।
মা জীবনের প্রথম দেবী। তাঁর কোলই প্রথম মন্দির, তাঁর মমতাই প্রথম আশীর্বাদ। মা জীবন দেন, সংস্কার দেন, আর বাঁচার শিল্প শেখান।
মায়ের কাছ থেকে সন্তান ধৈর্য, স্থিরতা এবং প্রত্যেক চ্যালেঞ্জের মুখোমুখি হবার শক্তি পায়। মায়ের ভালবাসা ও শিক্ষার মধ্য দিয়ে তৈরি সংস্কারই সন্তানের ব্যক্তিত্বের অটুট ভিত।
কন্যা সংসারের গৌরবময় লক্ষ্মী। সে কোমলতা ও শক্তি—উভয়েরই ভারসাম্য শেখায়। তাঁর প্রতিপালন থেকে সংসারে লিঙ্গসমতা, সম্মান ও আধুনিক মূল্যবোধ সুদৃঢ় হয়।
ননদ নতুন সম্পর্কের সেতু। বোনের মতো স্নেহ ও আস্থা এনে বৈবাহিক জীবনে মাধুর্য যোগায়। ননদ সন্তানদের অভিযোজন এবং গ্রহণযোগ্যতার পাঠ শেখায়।
পিসি (বুআ) পিতৃপক্ষের মর্যাদা ও সংস্কৃতির ধারক। তিনি সংসারে পিতৃসুলভ আবেগ নিয়ে ঐতিহ্য ও মূল্যবোধ শেখান। সন্তানের হৃদয়ে পারিবারিক গৌরব, সাংস্কৃতিক পরিচয় এবং শিকড়ের সঙ্গে যুক্ত থাকার বীজ বপন করেন পিসি।
ভাবী কেবল বড় ভাইয়ের স্ত্রী নন, তিনি সংসারের নতুন শক্তি ও সৌহার্দ্যের বাহক। মা-এর মতো স্নেহ দিয়ে তিনি সন্তানকে বিস্তৃত পারিবারিক ভালবাসা ও আধুনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচয় করান। ঐতিহ্য ও নতুনতার মধ্যে সেতুবন্ধন হয়ে ভাবী সন্তানকে সহযোগিতা ও পরিবর্তনের সঙ্গে চলা শেখান।
মাসি ও মামী মা-এর ছায়া। তাঁরা মাতৃপক্ষের দেবী, যাঁরা সন্তানকে অতিরিক্ত মমতা ও আবেগী নিরাপত্তা দেন। তাঁদের স্নেহে সন্তান কেবল বিশ্বাসই পায় না, বরং বিস্তৃত পারিবারিক সহযোগিতার স্বাদও গ্রহণ করে।
দিদিমা ও ঠাকুমা যথাক্রমে মাতৃপক্ষ ও পিতৃপক্ষের মূল শিকড়। তাঁদের আশীর্বাদে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে। গল্প ও অভিজ্ঞতার মাধ্যমে তাঁরা সন্তানকে নৈতিক শিক্ষা, ধৈর্য এবং ঐতিহ্যের সম্মান শেখান। তাঁরা প্রজন্মের মধ্যে সেতু রচনা করেন।
কাকিমা ও ঠাম্মি (তাই) সম্পর্কগুলোতে মাধুর্য ও সৌহার্দ্য আনেন। তাঁরা সংসারকে ত্যাগ ও সংযম দিয়ে এক সূত্রে বাঁধেন। তাঁদের কাছ থেকে সন্তান সামষ্টিকতা, সহযোগিতা, বড়দের সম্মান এবং ছোটদের প্রতি স্নেহের অমূল্য পাঠ শেখে।
স্ত্রী – অর্ধাঙ্গিনী ও গৃহলক্ষ্মী। স্ত্রী কেবল জীবনসঙ্গিনী নয়, তিনি প্রত্যেক সুখ-দুঃখের সহচরী। গৃহলক্ষ্মী রূপে তাঁর সম্মানই নবরাত্রির প্রকৃত বার্তা। স্ত্রী দাম্পত্য জীবনে সমতা, সম্মান ও অংশীদারিত্বের আদর্শ স্থাপন করেন। যখন স্বামী-স্ত্রী পারস্পরিক সম্মানের উদাহরণ হন, তখন সন্তানরা সুষম ও সুস্থ সম্পর্কের বোধ গড়ে তোলে।
নবরাত্রি আমাদের শেখায়, দেবী কেবল মন্দিরে নন, সংসারের এই নয়টি সম্পর্কে সশরীরে বিরাজমান। মা ভিত গড়ে দেন, বোন সঙ্গী হয়, কন্যা গৌরব হয়, পিসি সংস্কার দেন, ভাবী সমন্বয় আনে, মাসি-মামী নিরাপত্তা দেন, দিদিমা-ঠাকুমা জ্ঞান দেন, কাকিমা-ঠাম্মি ঐক্য শেখান এবং স্ত্রী পূর্ণতা প্রদান করেন।
সন্তান প্রতিপালন আসলে এক আধ্যাত্মিক যজ্ঞ—আর এই নয়টি সম্পর্কের অর্ঘ্য দিয়েই সংস্কারিত, সুষম ও শক্তিশালী নাগরিক তৈরি হয়।
এই নবরাত্রিতে আমাদের সংকল্প হোক—আমরা সংসারের এই নয়টি শক্তিকে চিনব, তাঁদের সম্মান করব এবং দেবীরূপে পূজা করব।
এই হল প্রকৃত নবরাত্রির সাধনা, এই হল প্রতিপালনের আধ্যাত্মিক সূত্র।
জয় মা দুর্গা! জয় নবশক্তি!
✍️ ড. নবীন আনন্দ জোশী
E-100/22, শিবাজী নগর, ভোপাল
📞 9425018708
Our Activities
Media Workshops
The Madhya Pradesh Press Club conducts workshops for aspiring journalists, offering them comprehensive guidance for a successful career in journalism. These workshops, hosted by esteemed media professionals and national-level mentors, focus on skill development, upgrading knowledge, and industry insights.
Media Training Program
Our media training program provides in-depth education and hands-on experience to build confidence and effectiveness in media interactions. Trainees learn how to navigate the media landscape, communicate confidently in interviews, and engage effectively with reporters.
Cultural Program (Mera Madhya Pradesh)
We organize the cultural program Mera Madhya Pradesh to honor distinguished journalists who have brought national and global recognition to Madhya Pradesh through their dedication and talent.
Crisis Support to Journalists
The Madhya Pradesh Press Club is dedicated to supporting journalists and their families during life challenges—financial, social, or otherwise. Our organization provides tailored assistance to meet each crisis, ensuring they receive essential support in difficult times.
To work for journalists’ welfare and development, support them in times of crisis, and foster a work environment that empowers them to serve society effectively.
To become a trusted source of hope and unwavering support for journalists, offering resources that nurture their potential to thrive and make meaningful contributions to society.
We uphold integrity, compassion, and dedication, promoting ethical standards and continuous learning to help journalists excel in their careers.
SAFE + EASY DONATIONS
